১৩ নভেম্বর, ২০২১ ২০:১২

ভারতে গোবর ছোড়াছুড়ি উৎসবের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

ভারতে গোবর ছোড়াছুড়ি উৎসবের ভিডিও ভাইরাল

ছবি সাউথ চায়না মর্নিং পোস্টের।

প্রতি বছর ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাডুর গোমাতাপুর গ্রামে গোবর ছোড়া উৎসবের আয়োজন করা হয়। স্থানীয়ভাবে এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘গোরাইহাব্বা’। 

গ্রামবাসীদের দাবি, ২০০ বছর ধরেই তারা এমনটা করে আসছেন। এতে অংশ নেয়ার জন্য স্থানীয়রা দুই-একদিন আগ থেকেই গোবর সংগ্রহ করে রাখেন। কেউ কেউ কিনেও নেন।

এ বছরও (গত ৬ নভেম্বর) ভারতের তামিল নাড়ু রাজ্যের গুমাতাপুরাম শহরের এই উৎসব পালিত হয়েছে। যার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

সাউথ চায়না মর্নিং পোস্ট প্রকাশিত সেই ভিডিওটিতে দেখা গেছে, রীতিমতো উৎসব করে শত শত মানুষ একে অন্যের দিকে ছুঁড়ছেন এবং মাখিয়ে দিচ্ছেন গোবর! 

বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে

আরও একটি ভিডিও (সৌজন্যে আরটিভি)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর