১৪ ডিসেম্বর, ২০২১ ১৬:৪০

ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা টেনে ধরে অর্থ চুরি, সাড়ে তিন বছরের জেল

অনলাইন ডেস্ক

ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা টেনে ধরে অর্থ চুরি, সাড়ে তিন বছরের জেল

প্রতীকী ছবি

চীনের গুয়াংজিতে অভিনব কায়দায় দেড় লাখ ইউয়ান চুরি করেছেন এক ব্যক্তি। সাবেক প্রেমিকার চোখের পাতা টেনে ধরে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। ওই সময় তার প্রেমিকা ঘুমিয়েছিলেন। অর্থ চুরির অপরাধে তার সাড়ে ৩ বছর জেল হয়েছে। জরিমানা করা হয়েছে ২০ হাজার ইউয়ান।

১২ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। ওই ব্যক্তির নাম হুয়াং বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

গত বছর ডিসেম্বরে অর্থ চুরির ঘটনাটি ঘটে। ঋণে জর্জরিত হুয়াং তার সাবেক প্রেমিকা ডংকে ডেকেছিলেন। প্রেমিকার কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধের বিষয়ে কথা বলবেন এমনটা বলে তিনি ডংকে ডেকেছিলেন। সেদিন বিকেলে ডং অসুস্থ হয়ে পড়ায় হুয়াং স্বেচ্ছায় তার সেবা করেছেন, রান্না করেছেন, ওষুধ দিয়েছেন। 

ওষুধ গ্রহণের পর ডং ঘুমিয়ে পড়লে তার হাতের ছাপ ব্যবহার করে হুয়াং ফোন আনলক করেন। অর্থ হাতিয়ে নিয়ে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেন। তার তা করতে ডংয়ের চোখের পাতা টেনে ধরেন। ঘুম থেকে উঠে ডং দেখেন তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ করেন ডং।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর