৭ জানুয়ারি, ২০২২ ০৬:২১

২১১ কেজির সেই টুনা মাছ বিক্রি হলো ১৪৫০০০ ডলারে!

অনলাইন ডেস্ক

২১১ কেজির সেই টুনা মাছ বিক্রি হলো ১৪৫০০০ ডলারে!

জাপানের টোকিওর পাইকারি বাজার টোয়োসুতে শহরের প্রথম নিলাম অনুষ্ঠিত হয় বুধবার (৫ জানুয়ারি) সকালে। আর এ নিলামে তোলা হয় ২১১ কেজি ওজনের একটি বিশালাকার নীল পাখনাওয়ালা টুনা মাছ। নিলামে এই দানব নীলচে মাছটির মূল্য ধরা হয়েছে ১৬.৮৮ মিলিয়ন ইয়েন (১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার)।

জাপানের উত্তরাঞ্চলীয় শহর ওমা থেকে মাছটি ধরা হয়। নিলামে এর প্রতি কেজির মূল্য পড়বে ৮০ হাজার ইয়েন বা প্রায় ৬৯০ মার্কিন ডলার।

নিলামের আগে ভেন্যুতে করোনাভাইরাস প্রতিরোধী নানা ব্যবস্থা নেওয়া হয়। এরপর একটি ঘণ্টাধ্বনির মাধ্যমে অকশন শুরু হয়। এ সময় বাজারটির সমৃদ্ধির জন্য হাততালির মাধ্যমে প্রার্থনা করা হয়।

নিলামে সর্বোচ্চ দরের মাছটি কিনে নেয় যৌথভাবে পাইকারি ব্যবসায়ী ইয়ামাউকি এবং রেস্তোরাঁ চেইন ওনোদেরা গ্রুপ। 

ওনোদেরা ফুড সার্ভিসের প্রেসিডেন্ট শিনজি নাগাও বলেন, 'করোনাভাইরাসের কারণে পড়ে যাওয়া রেস্তোরাঁ ব্যবসা আমরা আবার আগের মতো চাঙ্গা করতে চাই।'

সূত্র : দ্য মাইনিচি

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর