৩ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৩১

এখানে কয়টি চিতা, একটি নাকি তিনটি?

অনলাইন ডেস্ক

এখানে কয়টি চিতা, একটি নাকি তিনটি?

একটি চিতার তিনটি মাথা? তিনটি মাথা তিনদিকে। একটি ছবিতে অন্তত তাই দেখা যাচ্ছে! আসলে ব্যাপারটা কী?

এই চিতা কি কেবলই ছবি? নাকি, বাস্তবেই এর অস্তিত্ব আছে। আসলে বিষয়টি এক দক্ষ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের কেরামতি।

চিতা ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে দৌড়ায়। এটি হল গতির প্রতীক। সেই গতিশীল প্রাণীর এমন ছবি দেখে তাজ্জব সকলে। আসলে এটি একটি ছবিই মাত্র। বিস্ময়কর ছবিটি তুলেছেন উইম্বলডন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার পল গোল্ডস্টেইন। ছবিটি কেনিয়ার মাসাই মারা জাতীয় উদ্যানে তোলা। পল তার ফেসবুকে ছবিটি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, এই ধরনের মুহূর্ত লেন্সে বন্দি করাটাও খুব মনোমুগ্ধকর ঘটনা। 

ছবিটি এমনভাবে তোলা তাতে মনে হওয়া স্বাভাবিক যে, একটি চিতারই তিনটি মাথা। পল ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এবং নিঁখুত সময়ে তার ক্যামেরায় বাটনটি ক্লিক করে তুলেছেন এই ছবি। এজন্য তাকে সকলে ধন্যবাদ দিচ্ছে। কতক্ষণ সময় লেগেছে তার? ছবিটি তুলতে তার সাত ঘণ্টা সময় লেগেছে। বৃষ্টির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে পল এই তিনটি চিতার ছবিটি তুলতে পেরেছেন। সূত্র: ডেইলি মেইল

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর