৩ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫২

কখনোই সূর্য অস্ত যায় না যেসব জায়গায়!

অনলাইন ডেস্ক

কখনোই সূর্য অস্ত যায় না যেসব জায়গায়!

সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমে অস্ত যায়- এ কথা সবারই জানা। কিন্তু বিশ্বের সব জায়গায় কি এমনই ঘটে? না, শুনতে অবাক লাগলেও বিশ্বের সর্বত্র এমনটা ঘটে না। এমন কিছু জায়গা রয়েছে যেখানে দিনে ২০-২৪ ঘণ্টা সূর্যের আলো থাকে ৷ এগুলোর মধ্যে এমন জায়গাও আছে, বিশেষ করে গ্রীষ্মকালে যেখানে রাত প্রায় হয় না বললেই চলে।

নরওয়ে

যেমন, হ্যামারফেস্ট ও ভলবার্ড, নরওয়ে--সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেলে এই অঞ্চলেও সারাদিন সূর্যোলোক লক্ষ্য করা যায় ৷ নরওয়ের উত্তরে রয়েছে হ্যামারফেস্ট শহর ৷ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে স্থান পেয়েছে এটি।

আইসল্যান্ড

ব্রিটেনের পরে ইউরোপের সব চেয়ে বড় দ্বীপ আইসল্যান্ড। এখানে বছরের একটা বিশেষ সময়ে অরোরা দেখতে পাওয়া যায়।

ইউকোন অঞ্চল

আর গ্রীষ্মে টানা ৫০ দিন কানাডার ইউকোন অঞ্চলে সূর্যাস্ত হয় না। ছবির মতো সুন্দর এই অঞ্চলে পর্যটকরা ভিড় জমাতেই থাকেন। তার মধ্যে প্রকৃতির এই অপূর্ব দান!

কিরুনা শহর
সুইডেনের একেবারে উত্তরে রয়েছে কিরুনা শহর। জনসংখ্যা মাত্র ১৯ হাজার। বছরের ১০০ দিনেরও বেশি সময় ধরে এখানে সারাদিন সূর্যের আলো থাকে। সূর্যাস্ত হয় না। 

এছাড়া ফিনল্যান্ড, রাশিয়া, ডেনমার্ক ও আমেরিকার আলাস্কা রাজ্যের কয়েকটি জায়গায় বছরের কিছু কিছু সময় এই ধরনের চিত্র দেখা যায়। সূত্র: ওয়ার্ল্ডঅ্যাটলাস

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর