১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:২৬

নিউজিল্যান্ডে ‘ভৌতিক’ হাঙরের বাচ্চা!

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডে ‘ভৌতিক’ হাঙরের বাচ্চা!

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডে বিরল প্রজাতির একটি ‘ভৌতিক’ হাঙরের বাচ্চা পাওয়া গেছে। দেশটির বিজ্ঞানীরা জানিয়েছেন, স্বল্প পরিচিত এই মাছটি সমুদ্রের একেবারে গভীরে ছায়াময় স্থানে বাস করে। সে কারণেই সচরাচর এদের দেখা যায় না। 

‘ভৌতিক’ এই হাঙর সিমেরা নামেও পরিচিত। এগুলো খুবই বিরল প্রজাতির মাছ। আর এই প্রজাতির মাছ একটু বড় অবস্থায় দেখা পাওয়া আরও দুষ্কর।

সাউথ আইল্যান্ডের কাছে সমুদ্রের নিচে প্রায় ১.২ কিলোমিটার (০.৭ মাইল) গভীর থেকে ‘ভৌতিক’ হাঙরের ওই ছোট্ট বাচ্চাটিকে পাওয়া গেছে।

‘ভৌতিক’ হাঙরটি খুঁজে পাওয়া টিমের সদস্য ড. ব্রিট ফানুসি বলেন, এই আবিষ্কার অনেকটা অপরিকল্পিত। সমুদ্রের নিচে অন্য একটি অনুসন্ধানের সময় এটি উদ্ধার করা হয়।

সূত্র: বিবিসি

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর