১৬ মার্চ, ২০২২ ১৫:১৩

পড়াশুনাকে উৎসাহিত করতে গ্রামের মোড়ে মোড়ে বইঘর

অনলাইন ডেস্ক

পড়াশুনাকে উৎসাহিত করতে গ্রামের মোড়ে মোড়ে বইঘর

সংগৃহীত ছবি

ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলার একটি গ্রামের নাম পেরুমকুলাম। গত বছরের জুনে গ্রামটিকে বইয়ের গ্রাম হিসেবে ঘোষণা দেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। জাতীয় অধ্যয়ন দিবস উপলক্ষ্যে এ ঘোষণা দেন তিনি। কেরালায় এটিই প্রথম বইয়ের গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতির পেছনে মূল ভূমিকা রেখেছে কেরালার বাপুজি স্মারক গ্রন্থাগার। 

পেরুমকুলামের মোড়ে মোড়ে দেখা মিলবে ছোট ছোট বইঘরের। ইচ্ছামতো সেই বই নেওয়া যায়, পড়া যায়। পড়া শেষে সেই বই রেখে দেওয়া যায়। সেই বইঘরের রাখা থাকে সংবাদপত্রও।

মহারাষ্ট্রের সাতারা জেলার ভিলারকেও বইয়ের গ্রাম বলা হয়। পড়াকে উৎসাহিত করতে এরকম গ্রাম তৈরি করা হচ্ছে ভারতে। 

সূত্র : দ্য হিন্দু


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর