শিরোনাম
১১ মে, ২০২৩ ১৩:৫৯

জাদুঘরে প্রদর্শিত কলার শিল্পকর্ম খেয়ে ফেললেন শিক্ষার্থী!

অনলাইন ডেস্ক

জাদুঘরে প্রদর্শিত কলার শিল্পকর্ম খেয়ে ফেললেন শিক্ষার্থী!

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়ার একটি জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা একটি শিল্পকর্মে লাগানো কলা খেয়ে ফেলেছেন এক দর্শনার্থী। খাওয়ার পর কলার ছোলাটি আবার সেই জায়গায় লাগিয়ে দেন তিনি। 

‘কমেডিয়ান’ নামক শিল্পকর্মটি সিউলের লিওম মিউজিয়াম অফ আর্টে শিল্পী মাউরিজিও ক্যাটেলানের প্রদর্শনী ‘উই’ এর অংশ হিসেবে প্রদর্শিত হচ্ছিলো। শিল্পকর্মটিতে একটি পাকা কলা দেয়ালে স্কচটেপের সাহায্যে লাগানো ছিল। কলাটি খেয়ে ফেলার পর কারণ হিসেবে নোহ হুইন-সু নামের শিল্পকলার ওই শিক্ষার্থী বলেন, প্রাতরাশ না করায় তিনি ক্ষুধার্ত ছিলেন। খবর বিবিসি'র।

কলা খাওয়ার পর এর ছোলাটি আবার টেপ দিয়ে দেয়ালে লাগিয়ে দেন তিনি। এক মিনিটেরও বেশি সময় ধরে চলা ঘটনাটি তার বন্ধু রেকর্ড করেন। অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, নোহ দেয়াল থেকে কলা তুলে নেওয়ার সময় ‘এক্সকিউজ মি’ চিৎকার শোনা যায়। তবে তিনি তাতে সাড়া না দিয়ে খেতে শুরু করেন এবং সাথে সাথে রুমটি সম্পূর্ণ নীরব হয়ে যায়। তারপরে তিনি খোসাটি দেওয়ালে টেপ দিয়ে লাগিয়ে দেন এবং মুহূর্তের জন্য পোজ দিয়ে হাঁটা শুরু করেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর