শিরোনাম
১২ মে, ২০২৩ ২০:৪৫

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে!

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে!

নেই বৃষ্টি, দাবদাহে অতিষ্ট জনজীবন, খরায় পুড়ছে ফসলের মাঠ। গ্রাম-বাংলায় প্রচলিত আছে এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি আশে। এই আশায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাঙের বিয়ে দেয়া হয়। 

আজ শুক্রবার উপজেলার সিন্ধুরখাঁন ইউনিয়নের মন্দিরগাঁও গ্রামে এই ব্যাঙের বিয়ের আয়োজন করে গ্রামের শিশুরা। তারা দুটি ব্যাঙ ধরে এনে বর কনে সাজিয়ে একটা কুলোয় রাখে। সাথে রাখে ফুল। ব্যাঙের বিয়ে উপলক্ষে শিশুরা বাজনা বাজিয়ে নাচগান করে। পরে কুলোয় রাখা ব্যাঙ নিয়ে গ্রামের মানুষের বাড়ি বাড়ি যায়। চেয়ে আনে চাল ডাল টাকা। দুপুরে এই ডাল চাল দিয়ে তারা খাবার রান্না করে। পরে সেই রান্না করা খাবার তারা নিজেরা ভাগ করে খায়।
 
তবে এই ব্যাঙের বিয়েতে ছিলেন না কোন কাজি বা পুরোহিত। ছিল না কোন দেনমোহর। শিশুরা নিজেরাই দুই ব্যাঙের বিয়ে দেয়।
 
মন্দিরগাঁও গ্রামের মো. আলামিন বলেন, কয়েকদিন ধরেই শিশুদের মুখে ব্যাঙের বিয়ের কথা শুনেছিলাম। আজ দেখি তারা দুটি ব্যাঙ ধরে বিয়ের আয়োজন করেছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর