১৪ আগস্ট, ২০২৩ ১৭:২৪

অভিনব প্রতিযোগিতা, ইংল্যান্ডে ঘাস কাটার মেশিন নিয়ে রেস

অনলাইন ডেস্ক

অভিনব প্রতিযোগিতা, ইংল্যান্ডে ঘাস কাটার মেশিন নিয়ে রেস

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৪ ঘণ্টাব্যাপী ঘাস কাটার মেশিন নিয়ে রেস। এমনই এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। অংশগ্রহণকারীরা সবাই ঘাস ছাঁটাই কর্মী। রেসে অংশ নেয় বিভিন্ন দেশের অর্ধশত দল। 

ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সে মহা আড়ম্বড়ে অনুষ্ঠিত হয় বার্ষিক এই প্রতিযোগিতা। কেবল যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্যান্য দেশের টিমও ছিল প্রতিযোগিতায়। অংশগ্রহণকারী ৫০টি দলের প্রতিটির সদস্য সংখ্যা তিন জন করে।

প্রতিযোগিতা খুব সহজ নয়। প্রতি বছর ১২ ঘণ্টাব্যাপী হলেও এবারের রেস ছিল ১৪ ঘণ্টার। পার হতে হয় ৫০০টি ধাপ। গতি থাকতে হবে ঘণ্টায় ৫০ মাইলের মধ্যে। প্রয়োজনে থেমে জ্বালানি নেয়া যাবে। যন্ত্রপাতির ঝামেলা থাকলেও সেরে নিতে হবে ট্র্যাকে। তবে সবকিছু হতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। দীর্ঘ সময়ের কারণে শনিবার সন্ধ্যায় হওয়া এই প্রতিযোগিতা শেষ হয় রবিবার ভোরে। এবারের বিজয়ী দলের নাম বুলসে রেসিং।

বুলসে রেসিংয়ের এক রেসার বলেন, এটি একটি দীর্ঘ জার্নি ছিল। আমরা ইঞ্জিনের ওপর চাপ কম দিয়েছি। সেটাই কাজ করেছে। সত্যি বলতে, এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমরা জিতেছি।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ঘাস ছাঁটাই কর্মী রেসারদের একটি সংগঠন আছে- ব্রিটিশ লন মোয়ার রেসিং অ্যাসোসিয়েশন। এবার সংগঠনটির ৫০তম বার্ষিকী ছিল। সূত্র: ইয়াহু নিউজ

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর