১৩ নভেম্বর, ২০২৩ ১৩:১৯

‘শর্টকাট’ রাস্তা তৈরি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত চীনের মহাপ্রাচীর

অনলাইন ডেস্ক

‘শর্টকাট’ রাস্তা তৈরি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত চীনের মহাপ্রাচীর

ক্ষতিগ্রস্ত চীনের মহাপ্রাচীর। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য গত মাসেই ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শ্রমিকের বদান্যতায়। বিবিসি সূত্রে এমনটাই জানানো হয়েছে।

ঠিক কী হয়েছিল? ৩৮ ও ৫৫ বছরের দুই শ্রমিক চেষ্টা করেছিলেন ওই প্রাচীরের গায়ে একটি ‘শর্টকাট’ তৈরি করতে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। আসলে চীনের প্রাচীরের গায়ে একটি ফাটল দেখা দিয়েছিল। সেই ফাটলটিকেই আরও বাড়িয়ে ফেলেছিলেন ওই শ্রমিকরা। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় বিতর্ক। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।

প্রসঙ্গত, প্রায় ৫ থেকে ৮ মিটার উঁচু এই প্রাচীরের দৈর্ঘ্য ৮৮৫১.৮ কিলোমিটার। সাংহাই পাস থেকে শুরু হয়ে যা শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। শতকের পর শতক জুড়ে চীনের প্রাচীর গোটা বিশ্বকে বিস্মিত করে আসছে। প্রতি বছরই বিরাট সংখ্যক পর্যটকরা ছুটে আসেন এই প্রাচীর দেখতে। কিন্তু ‘ড্রাগনের মেরুদণ্ড’ নামে পরিচিত এই প্রাচীরই এবার ক্ষতিগ্রস্ত। স্বাভাবিক ভাবেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্র: বিবিসি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর