১৫ নভেম্বর, ২০২৩ ২২:৩৯

মেইলে আসা তথ্য স্ক্যাম ভেবেছিলেন, সত্যি সত্যি জিতলেন ৪ লাখ ডলার!

অনলাইন ডেস্ক

মেইলে আসা তথ্য স্ক্যাম ভেবেছিলেন, সত্যি সত্যি জিতলেন ৪ লাখ ডলার!

লটারিতে ৪ লাখের বেশি ডলার জিতেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক ব্যক্তি। কিন্তু তিনি জানতেনই না যে ‘লটারি’র ভেতর অন্তর্ভুক্ত হয়েছেন।

খবরে বলা হয়েছে, অনলাইন গেমিংয়ের অংশ হিসেবে ওই ব্যক্তি অজ্ঞাতভাবেই লটারি কাটেন।

লটারি ‘ড্র’ হলে তিনি প্রথম পুরস্কার পেয়েছেন মর্মে একটি মেইল পান। কিন্তু মেইলটিকে প্রথম তিনি স্ক্যাম ভেবে ‍গুরুত্ব দেননি।

ওই ব্যক্তির বক্তব্য- ‘আমি বিশ্বাসই করতে পারিনি এতো বড় অংকের অর্থ আমি জিততে পারি। বুঝতেও পারিনি লটারি কেটেছিলাম।’

তবে এরপর তিনি ই-মেইলের সত্যতা যাচাই করেন। সত্য তথ্য জানার পর বিস্মিত হন, উত্তেজনায় ফেটে পড়েন।

মিশিগান লটারির তথ্য অনুসারে, ওই ব্যক্তি গণমাধ্যমে নাম প্রকাশ করতে চাননি। গত ১১ অক্টোবর ‘ড্র’ হওয়া লটারিতে তিনি মোট ৪ লাখ ১৬ হাজার ৩২২ ডলার জেতেন।

ওই ব্যক্তি বলেন, ‘আমি অনলাইনে প্রচুর গেম খেলি। কিন্তু আমি বুঝতে পারিনি লটারির মধ্যে প্রবেশ করেছি। সম্প্রতি লটারির সদরদপ্তরে গিয়ে তিনি প্রাপ্ত অর্থ তুলেছেন বলেও জানান।’ 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর