১১ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৩

যাত্রীবাহী উড়োজাহাজে প্যারাস্যুট নিয়ে উঠলেন যুবক!

অনলাইন ডেস্ক

যাত্রীবাহী উড়োজাহাজে প্যারাস্যুট নিয়ে উঠলেন যুবক!

ব্রানডনের এ কাজকে মজার বলে উল্লেখ করেন অনেকে

চলাচলের পথে দুর্ঘটনা এড়াতে মানুষ প্রয়োজনীয় কত কিছুই না করে। ব্রানডন নামে এক যাত্রী যা করলেন তাতে সবাই রীতিমতো অবাক।

একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার ফ্লাইটে করে গন্তব্যে যাওয়ার সময় কাঁধে প্যারাস্যুট নিয়ে উঠে পড়েন ব্রানডন। পরে আসনে বসার আগে তা ব্যাগপত্র রাখার নির্ধারিত জায়গায় তুলে রাখেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখেছেন ১৬ লাখের বেশি ব্যবহারকারী।

ব্রানডনের পরিচয় বা ঘটনাটি কবেকার, সে সম্পর্কে জানা যায়নি। ভিডিওটি শেয়ার করেছেন তার স্ত্রী কাগান ব্রুকস। ব্রানডনকে দৃশ্যত এমন অস্বাভাবিক কাণ্ড করতে দেখা গেলেও ফ্লাইটের অন্য যাত্রীরা অবশ্য এতে কোনো প্রতিক্রিয়া দেখাননি। 

 ব্রানডন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে যাওয়ার পথে এই প্যারাস্যুট কোনো নিরাপত্তামূলক কারণে নেননি, বরং বিনোদনমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে নিয়েছিলেন। তার স্ত্রী ব্রুকস পরবর্তী এক ভিডিওতে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, তার স্বামী এটি নিয়েছিলেন স্কাই ডাইভিংয়ের জন্য।

ব্রানডনের প্যারাস্যুট নিয়ে উড়োজাহাজে ওঠার ভিডিওটি স্পর্শকাতর কিছু না হলেও, কোনো কোনো দর্শক এতে উদ্বেগের কথা জানিয়েছেন। তারা বাণিজ্যিক উড়োজাহাজে এ ধরনের উপকরণ ব্যবহারের সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

টিকটক ব্যবহারকারী ব্রানডনের এ কাজকে মজার বলে উল্লেখ করেন। কেউ কেউ তার এমন প্রস্তুতির প্রশংসা করেন। সূত্র: জিও

টিকটক ব্যবহারকারী ব্রানডনের এ কাজকে মজার বলে উল্লেখ করেন। কেউ কেউ তার এমন প্রস্তুতির প্রশংসা করেন।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর