১৯ ডিসেম্বর, ২০২৩ ১৪:১০

মাসে ৫০ কিলোমিটার দৌড়ালেই মিলবে বেতনের সমপরিমাণ বোনাস!

অনলাইন ডেস্ক

মাসে ৫০ কিলোমিটার দৌড়ালেই মিলবে বেতনের সমপরিমাণ বোনাস!

কর্মীদের উৎসাহিত করে নিজেদের উৎপাদন বা কর্ম ক্ষমতা বাড়াতে নানা রকম বোনাস বা প্রণোদনা দিয়ে থাকে কোম্পানিগুলো। এবার সেই বোনাসের সুযোগের জন্য এক বিশেষ শর্ত জুড়ে দিল একটি চীনা কোম্পানি।

যে বোনাস পেতে হলে কোম্পানিটির কর্মীদের মাসে ৫০ কিলোমিটার দৌড়াতে হবে। সেই হিসেবে গড়ে প্রতিদিন দেড় কিলোমিটারের বেশি দৌড়াতে হবে কর্মীদের। আর এতে আর্থিক লাভের পাশাপাশি শারীরিকভাবেও লাভবান হবেন কর্মীরা এমনটাই দাবি করছে কোম্পানিটি। 

গুয়াংডং ডংপো পেপার কোম্পানি তাদের কর্মীদের জন্য এই বিশেষ সুযোগ করে দিয়েছে।

তবে এই ভালো উদ্যোগের প্রশংসার পাশাপাশি প্রশ্নও উঠছে। অনেকেই বলছেন, কর্মীরা যে দৌড়াচ্ছে তার সঠিক ও স্বচ্ছ হিসাব পাওয়া যাবে তো? 

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কেউ ৫০ কিলোমিটার দৌড়ায় তবে সে পাবে মাসিক বেতনের সমান বোনাস। কেউ ৪০ কিলোমিটার দৌড়ালে তিনি পাবেন ৬০ শতাংশ বোনাস এবং ৩০ কিলোমিটার দৌড়ালে পাবে ৩০ শতাংশ বোনাস। আর কেউ যদি ১০০ কিলোমিটার দৌড়ায় সে আরো ৩০ শতাংশ অতিরিক্ত বোনাস পাবে। 

পাহাড়ে চড়লেও মিলবে বিশেষ বোনাস। বেশি গতিতে দৌড়ানোর ওপরও থাকছে বোনাস। বিশেষ অ্যাপের মাধ্যমে এই দৌড়ানোর প্রক্রিয়ার তথ্য রাখবে কোম্পানিটি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর