২৯ ডিসেম্বর, ২০২৩ ১৮:০০

হাঙরের কামড়ে প্রাণ গেল কিশোরের

অনলাইন ডেস্ক

হাঙরের কামড়ে প্রাণ গেল কিশোরের

দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি দুর্গম সার্ফিং স্পটে ১৫ বছর বয়সী এক বালক হাঙরের আক্রমণে নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ইয়র্ক উপদ্বীপের এথেল সৈকতের কাছে সামুদ্রিক শিকারি প্রাণি হাঙর আঘাত হানে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য পুলিশ। তারা বলেন, ‘পানি থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এটা অত্যান্ত দুঃখজনক একটি ঘটনা।

পুলিশ জানিয়েছে, তারা একটি প্রতিবেদন প্রস্তুত করছে। তবে দক্ষিণ অ্যাডিলেড শহরতলির কিশোরের ওপর হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

অ্যাডিলেডের দ্য অ্যাডভার্টাইজার পত্রিকা অজ্ঞাত পরিচয় এক এথেল বিচকে উদ্ধৃত করে জানিয়েছে, ছেলেটির পায়ে কামড় দেওয়ার পর আরেক জন সার্ফার সাহায্যের জন্য এগিয়ে এসেছিল।

ভুক্তভোগী কিশোরকে জল থেকে উপরে উঠানোর সময় হাঙ্গরটি তাদের চারপাশে ঘোরাফেরা করছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছিল ওই কিশোরের। 

অভিযুক্ত হাঙর সম্পর্কে কোনো বিশদ বিবরণ পাওয়া যানি। তবে দুর্দান্ত সাদা হাঙরগুলি দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলরেখা বরাবর ঘুরে বেড়ায় বলে জানা যায়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর