৫ জানুয়ারি, ২০২৪ ১৭:৪৪

আত্মহত্যা ঠেকাতে গোল্ডেন গেট ব্রিজে টাঙানো হল লোহার জাল!

অনলাইন ডেস্ক

আত্মহত্যা ঠেকাতে গোল্ডেন গেট ব্রিজে টাঙানো হল লোহার জাল!

এবার আত্মহত্যা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কর্তৃপক্ষ গোল্ডেন গেট ব্রিজের দুই পাশে লোহার তৈরি জাল টাঙিয়েছে।

প্রথমবার ১৯৩৭ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকেই সেতুটি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে প্রায় দুই হাজার মানুষ।   

ফলে স্থানীয় বাসিন্দারা সেতুকে নিরাপদ করে তোলার দাবি করে। আত্মহত্যা ঠেকাতে ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা।

সেই দাবি মেনেই ২০১৮ সালে সেতুর দুই পাশে বিশ ফুট চওড়া লোহার জাল বসানোর কাজ শুরু করা হয়। ২.৭ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির প্রায় ৯৫ শতাংশ জুড়ে জাল লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।

আত্মহত্যার উদ্দেশে সেতুটি থেকে লাফ দেওয়ার পরও প্রায় ৪০ জন ব্যক্তি প্রাণে বেঁচে ফিরেছেন। সেই মানুষদেরই একজন কেভিন হাইন্স। বেঁচে যাওয়ার পর থেকে তিনি নিজেই আত্মহত্যা প্রতিরোধে কাজ করছেন। 

গড়ে প্রতি বছর সেতুটি থেকে লাফিয়ে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটত। কিন্তু সেতুটিতে জাল লাগানোর কাজ শুরুর পর আত্মহত্যার সংখ্যা কমেছে। গত বছর সেতুটি থেকে লাফিয়ে ১৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর