৭ জানুয়ারি, ২০২৪ ০৭:০২

উড্ডয়নের ঠিক আগে যাত্রীদের সামনে বিমান ক্রুর মৃত্যু

অনলাইন ডেস্ক

উড্ডয়নের ঠিক আগে যাত্রীদের সামনে বিমান ক্রুর মৃত্যু

যুক্তরাজ্যের একটি বিমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড়াল দিচ্ছিল। কিন্তু উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে যাত্রীদের সামনে এক বিমান ক্রুর মৃত্যু হয়।

শনিবার ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের প্রাক্কালে লন্ডন থেকে হংকংগামী একটি বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে ৫২ বছর বয়সী এক ক্রুর মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। 

ব্রিটিশ ওই বিমান ক্রু বিমানের মেঝেতে পড়ে যাওয়ার পর তাকে বিমানটিতে থাকা একজন যাত্রী প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু ওই ক্রুকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনার পর ‘মেডিক্যাল ইমারজেন্সির’ কারণে ফ্লাইটটি ক্যান্সেল হয়ে যায়।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ওই বিমান ক্রুকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে নিহত ওই বিমান ক্রু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার কোনো শারিরীক অসুস্থতা ছিল না বলে জানিয়েছে দ্য সান।

ব্রিটিশ এয়ারওয়েজ দ্য সানকে জানিয়েছে, ‘আমরা সব সময় আমাদের সহকর্মী, তাদের পরিবার ও স্বজনদের সঙ্গে আছি।’  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর