৮ জানুয়ারি, ২০২৪ ১৯:২৭

জাপানে ভূমিকম্প: পাঁচ দিন পরও ধ্বংসস্তূপে যেভাবে বেঁচে ছিলেন ৯০ বছরের বৃদ্ধা

অনলাইন ডেস্ক

জাপানে ভূমিকম্প: পাঁচ দিন পরও ধ্বংসস্তূপে যেভাবে বেঁচে ছিলেন ৯০ বছরের বৃদ্ধা

সব ভয়াবহ দুর্ঘটনায় কিছু অলৌকিক ঘটনা ঘটে। জাপানের ভূমিকম্পের পরও তেমন এক মিরাকল নিয়ে হাজির ৯০ বছরের এক বৃদ্ধা। শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন পরও ধ্বংসস্তুপের নীচে জীবিত ছিলেন তিনি।

জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের ১২৪ ঘণ্টা পর স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ইশিকাওয়া প্রিফেকচারের সুজু সিটি থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়। পরে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি কথা বলতে পারছেন। তার পায়ে জখম রয়েছে।

উদ্ধারকারী দলের সদস্য কুমে তাকানোরি জানান, ওই বৃদ্ধার হাঁটু বাড়িটির প্রথম ও দ্বিতীয় তলার মধ্যে খুব সংকীর্ণ জায়গায় আসবাবপত্রের নিচে আটকে ছিল। তাকে সেখান থেকে বের করে আনতে কয়েক ঘণ্টা লেগেছে।

ইংরেজি নববর্ষের প্রথম দিন জাপানের কিছু এলাকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ১৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর