১১ জানুয়ারি, ২০২৪ ১৮:১১

হিটারে আগুন লেগে তাপমাত্রা উঠল ৫৩৭ ডিগ্রি সেলসিয়াস, বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক

হিটারে আগুন লেগে তাপমাত্রা উঠল ৫৩৭ ডিগ্রি সেলসিয়াস, বৃদ্ধ-বৃদ্ধার মৃত্যু

যুক্তরাষ্ট্রে এক বৃদ্ধ দম্পতিকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। পিপল ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, শনিবার সাউথ ক্যারোলিনায় জোয়ান লিটলজন (৮৪) ও গ্লেনউড ফাওলারের (৮২) বাড়িতে পুলিশ প্রবেশ করে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের রিপোর্টের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ওই দম্পতির পরিবারের সদস্যরা ৩ জানুয়ারি থেকে তাদের দেখতে পাননি। তারা স্পার্টানবুর্গের বাড়িতে তাদের খোঁজ খবর নিতে পুলিশকে ফোন করে।

পুলিশ কর্মকর্তারা একটি অসুরক্ষিত জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করেন এবং লক্ষ্য করেন যে বাড়িটি ‘অত্যন্ত গরম’।

পুলিশের বরাত দিয়ে পিপল জানিয়েছে, ফাওলার ও তার স্ত্রীকে তাদের শয়নকক্ষের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারামেডিকরা তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখতে পান, তাপমাত্র ৯৮.৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ফায়ার সার্ভিস কর্মীদেরও ডাকা হয়। তারা প্রাথমিকভাবে ধারণা করেন, হিটারটিতে আগুন লেগেছিল।

পুলিশ জানিয়েছে, তারা হিটারটি বন্ধ করার আগে এর তাপমাত্রা প্রায় ১ হাজার ডিগ্রি ফারেনহাইট (৫৩৭ ডিগ্রি সেলসিয়াস) পরিমাপ করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর