১৭ জানুয়ারি, ২০২৪ ১৫:৩৩

পাবলো পিকাসো-মার্ক শাগালের চুরি যাওয়া লাখো ডলারের শিল্পকর্ম উদ্ধার

অনলাইন ডেস্ক

পাবলো পিকাসো-মার্ক শাগালের চুরি যাওয়া লাখো ডলারের শিল্পকর্ম উদ্ধার

ছবি রয়টার্সের।

অবশেষে স্পেনের খ্যাতিমান চিত্রকর পাবলো পিকাসো ও বেলারুশ-ফ্রান্সের চিত্রকর মার্ক শাগালের চুরি যাওয়া দুটি শিল্পকর্ম উদ্ধার হলো। 

লাখো ডলার শিল্পকর্ম দু’টি উদ্ধার করেছে বেলজিয়ামের আন্ত্রিপ শহরে একটি ভবনের বেসমেন্ট থেকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

বেলজিয়াম পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জানিয়েছে, শিল্পকর্ম দুটি এখনো ভালো অবস্থায় আছে।

উল্লেখ্য, ২০১০ সালে ইসরায়েলের তেল আবিব থেকে শিল্পকর্ম দুটি চুরি হয়। তখন সেখানকার এক চিত্রকর্ম সংগ্রাহকের তত্ত্বাবধানে ছিল সেগুলো।

তখন শিল্পকর্ম দু’টির সম্মিলিত দাম ছিল ৯ লাখ ডলার। ওই সময় শিল্পকর্ম দুটির সঙ্গে ৬ লাখ ৮০ হাজার ডলারের অলংকার চুরি হয়েছিল। কিন্তু সেগুলোর হদিশ আজও মেলেনি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর