১৯ জানুয়ারি, ২০২৪ ২২:০৭

জলবায়ু পরিবর্তনে পাহাড়ি ছাগলের আচরণ বদল, এখন ভয় পায় না নেকড়েকেও!

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনে পাহাড়ি ছাগলের আচরণ বদল, এখন ভয় পায় না নেকড়েকেও!

জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে তাপমাত্রা। ফলে পাহাড়ি ছাগলের আচরণও গেছে ভয়ংকরভাবে বদলে। বিশেষ করে ইতালির আলপাইন আইবেক্সগুলো তাদের আচরণ খোলনলচে বদলে ফেলেছে। সাধারণত দিনের বেলায়ই এই ছাগলগুলো সক্রিয় থাকত। তবে এখন এই প্রাণীগুলো রাতেও জেগে থাকছে। আচরণ করছে নিশাচর প্রাণীর মতো।

সাসারি বিশ্ববিদ্যালয় এবং ফেরারা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জিপিএস কলার ব্যবহার করে ১৪ বছর ধরে ৪৭টি আলপাইন আইবেক্স ট্র্যাক করেছেন। যে পর্যবেক্ষণে বন্যপ্রাণীগুলোর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নতুন করে সবার সামনে আসল।

গবেষণার সহ-লেখক ফ্রান্সেসকা ব্রিভিও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, 'হিট স্ট্রেস' বা অতিরিক্ত তাপের কারণে মানসিক সমস্যায় ভুগতে শুরু করেছে এই প্রাণীগুলো।

গবেষকদের মতে, মানুষ যেমন গরম আবহাওয়ায় ছায়া খোঁজে, তেমনি ছাগলও শক্তি সংরক্ষণের জন্য রাতে জেগে থাকছে। 

ইতালির গ্রান পারাদিসো ন্যাশনাল পার্ক ও সুইজারল্যান্ডের সুইস ন্যাশনাল পার্কে চালানো এই গবেষণায় দেখা গেছে, আশ্চর্যজনকভাবে নেকড়ের মতো নিশাচর শিকারির উপস্থিতি সত্ত্বেও ছাগল রাতে সক্রিয় থাকে।

গবেষকরা পরামর্শ দিয়েছেন যে, শিকারের ঝুঁকি এড়ানোর চেয়ে ছাগলের জন্য তাপের প্রভাব এড়ানো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর