২৫ জানুয়ারি, ২০২৪ ১৩:২৪

বাবা-মায়ের কুসংস্কারের বলি ক্যান্সার আক্রান্ত শিশু!

অনলাইন ডেস্ক

বাবা-মায়ের কুসংস্কারের বলি ক্যান্সার আক্রান্ত শিশু!

সংগৃহীত ছবি

কুসংস্কার কত ভয়ঙ্কর, তা আবারও প্রমাণ হল ভারতের একটি ঘটনায়।

জানা গেছে, পাঁচ বছরের ক্যান্সার আক্রান্ত এক শিশুকে রোগ নিরাময়ের আশায় তার বাবা-মা উপর্যুপরি গঙ্গার পানিতে ডোবায়। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটে দেশটির হরিদ্বারের গঙ্গার হর কি পৌড়ি ঘাটে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। 
পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ওই শিশুটির বাড়ি দিল্লিতে। ছোটবেলা থেকেই সে ক্যান্সারে আক্রান্ত। গত কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাই শিশুটির ক্যান্সার ‘অলৌকিক’ উপায়ে সারিয়ে তোলার জন্য বুধবার তাকে নিয়ে হরিদ্বারে গিয়েছিলেন তার বাবা-মা। সে সময় তাদের সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিল। শিশুটিকে নিয়ে হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে যান তারা। সেখানে অসুস্থ সন্তানকে বারবার গঙ্গার পানিতে ডোবায় তারা। এ কারণে শ্বাসরোধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। তাকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মরদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা গেছে, ওই শিশুটির মরদেহের পাশে বসে আছেন তার মা। ওই নারীকে হাসতে হাসতে বলতে শোনা যায়, এবার আমার সন্তান উঠে দাঁড়াবে। আমি জানি ঠিক উঠে দাঁড়াবে। যদিও ওই ভিডিও’র সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হরিদ্বারের এসপি স্বাধীন কুমার সিং বলেন, ওই শিশুর বাবা-মা তার ক্যানসারের চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু সম্প্রতি চিকিৎসকরা জানান- শিশুটির বাঁচার আশা কম। এরপরই ছেলেকে অলৌকিক উপায়ে সারিয়ে তোলার জন্য তাকে নিয়ে হরিদ্বারে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই দম্পতি। শিশুটির মৃত্যুর ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর