১ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৫২

চীনে ১৫ তলা থেকে ফেলে দুই শিশুকে হত্যায় দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক

চীনে ১৫ তলা থেকে ফেলে দুই শিশুকে হত্যায় দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর

ঝাং বো ও তার গার্লফ্রেন্ড ইয়ে চেংচেন

চীনে দুই শিশুকে ১৫ তলা থেকে ফেলে হত্যার ঘটনায় এক যুগলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ে একটি আবাসিক ভবনের ১৫ তলা থেকে দুই বছরের একটি মেয়ে শিশু এবং এক বছরের ছেলে শিশুকে ফেলে দিয়ে হত্যার দায়ে ঝাং বো এবং তার গার্লফ্রেন্ড ইয়ে চেংচেনকে অভিযুক্ত করা হয়।

ওই শিশুদের বাবা ছিলেন ঝাং। তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল ইয়ের। তবে তিনি জানতেন না যে, ঝাংয়ের দুই সন্তান রয়েছে। 

একপর্যায়ে ইয়ে তার প্রেমিক ঝাংকে সন্তানদের হত্যা করতে বলেন। কারণ, ওই শিশুদেরকে নতুন করে সংসার পাতার জন্য বাধা মনে করছিল ইয়ে চেংচে। 

২০২০ সালের নভেম্বরে ওই শিশুদের মা বাড়িতে না থাকায় ঝাং তাদের ১৫ তলা ভবনের জানালা থেকে ফেলে দিয়ে হত্যা করেন। 

এ ঘটনা চীনজুড়ে সমালোচনা তৈরি করে। পরে এই যুগলকে ২০২১ সালে মৃত্যুদণ্ড দেয় আদালত।

এদিকে এই যুগলের মৃত্যুর খবরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লেখেন, ‘আজকে অবশ্যই একটি ভালো দিন।’ আরেক ব্যবহারকারী লেখেন,  ‘শাস্তি অপরাধের সঙ্গে সামঞ্জস্য।’  এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর