৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:১৩

গাঁজার বিনোদনমূলক ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে থাইল্যান্ড

অনলাইন ডেস্ক

গাঁজার বিনোদনমূলক ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে থাইল্যান্ড

বিনোদনের কাজে গাঁজা সেবন নিষিদ্ধ করতে চলেছে পর্যটন স্বর্গ নামে পরিচিত থাইল্যান্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে জরুরি ভিত্তিতে এই বিলটি আনা হবে।

আগের সরকার ২০২২ সালে যে নিষিদ্ধ মাদকের তালিকা করেছিল গাঁজাকে তার বাইরে রাখা হয়েছিল।

এই আইনের ফলে দেশটির হাজার হাজার গাঁজা বিক্রির দোকান বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। বিশেষ করে ব্যাংককের দোকানগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হবে। 

মঙ্গলবার থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, নতুন আইনে বিনোদন কাজে গাঁজার ব্যবহার পুরোপুরি বন্ধ করা হবে। তিনি জানিয়েছেন, কেবল চিকিৎসা ক্ষেত্রেই গাঁজা ব্যবহার করা যাবে।


সূত্র: এএফপি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর