৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:৩৯

এক কিডনি নিয়ে জন্মানো বডিবিল্ডারের ভাগ্যে যা ঘটল

অনলাইন ডেস্ক

এক কিডনি নিয়ে জন্মানো বডিবিল্ডারের ভাগ্যে যা ঘটল

ব্রাজিলের বডিবিল্ডার ও ইন্ফ্লুয়েন্সার ক্রিস্টিয়ান অ্যান জন্মেছিলেন একটি কিডনি নিয়ে। ২০২২ সালে তিনি জানতে পারেন তার সেই একমাত্র কিডনিটিও বিকল হয়ে গেছে। গেল এক বছর চিকিৎসার পর কিডনি প্রতিস্থাপনের জন্য নাম লিখিয়েছিলেন তিনি। তবে সেখান থেকে ডাক আসার আগেই পরপারের ডাকে সাড়া দিতে হয়েছে তাকে।

কিডনি প্রতিস্থাপনের তালিকায় নাম লেখানোর দুই মাসের মাথাতেই মারা যান ৩৪ বছর বয়সী অ্যান। জানা যায়, কিডনি প্রতিস্থাপনের তালিকায় তার আগেও এখনো ছিলেন ৬৯ জন। 

২০ জানুয়ারি চরমভাবে অসুস্থ হয়ে পড়েন এই বডিবিল্ডার। আর তিনি মারা গেছেন সোমবার (৫ ফেব্রুয়ারি)। 

তার প্রেমিকা ওয়ানা টেইজেরিয়া জানান, অ্যান মাত্র একটা কিডনি নিয়ে জন্মেছিলেন। তবে এ কারণে তিনি কখনো কোনো ধরনের অসুস্থতা বা প্রতিবন্ধকতা এর আগে অনুভব করেননি।

ওয়ানা বলেছেন, ‘যখন ফলাফল পেল তখন সে একেবারে চুপ হয়ে যায়। কাউকে কিছুই বলতে চাইতো না। সে চিকিৎসাও করাতে চাচ্ছিলো না। সবশেষ একটা আশার আলো দেখেছিল, তবে পর্যাপ্ত সময় পাওয়া গেলো না।’

সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর