২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:১০

সিক্রেট সার্ভিসের এজেন্টদের ২৪ বার কামড়েছে বাইডেনের কুকুর

অনলাইন ডেস্ক

সিক্রেট সার্ভিসের এজেন্টদের ২৪ বার কামড়েছে বাইডেনের কুকুর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর ‌‌‘কমান্ডার’ মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টদের অন্তত ২৪ বার কামড়েছে। সদ্য প্রকাশ হওয়া নতুন নথিতে এই খবর জানা গেছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের নথিবদ্ধ তথ্যে দেখা যায়, জার্মান শেফার্ড জাতের কুকুরটি প্রেসিডেন্টের দেহরক্ষীদের জন্য রীতিমতো আতঙ্কের নাম হয়ে উঠেছিল। 

একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কুকুরটির এমন আচরণের কারণে তারা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হন। প্রেসিডেন্টকে এজেন্টদের জন্য আরো বেশি কক্ষ বরাদ্দ দিতে বলা হয়।

কমান্ডারকে হোয়াইট হাউজ থেকে সরিয়ে নেয়ার কয়েক মাস আগে এই সতর্কতা দিয়েছিল সিক্রেট সার্ভিসের কর্তারা। ওই নথিতে আরো জানা যায়, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত সিক্রেট সার্ভিসের সদস্যদের মোট ২৪ বার কামড় দিয়েছে কুকুরটি। কুকুরটি সিক্রেট সার্ভিস সদস্যদের কব্জি, হাত, কনুই, কোমর, বুক, উরু ও কাঁধে কামড়ে দেয়।

তবে সব কামড়ের ঘটনা ওই নথিতে অন্তর্ভুক্ত করা হয়নি। কেবল সিক্রেট সার্ভিসের সদস্যদের আহত হওয়ার ঘটনাই নথিবদ্ধ করেছে। বাইডেনেরে কমান্ডার হোয়াইট হাউজের কর্মীদেরও বেশ কয়েকবার কামড়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর