২২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:৫৩

যুক্তরাষ্ট্রে পান্ডা পাঠাবে চীন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে পান্ডা পাঠাবে চীন

চীন বলেছে তারা সান দিয়েগোর একটি চিড়িয়াখানায় পান্ডা পাঠানোর জন্য চুক্তি স্বাক্ষর করেছে। 

কূটনৈতিক উত্তেজনার সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় সমস্ত পান্ডা ফিরিয়ে আনে চীন। এখন তারা ফের পান্ডা পাঠানোর কথা জানাল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। তিনি বলেন, এই চুক্তি `জায়ান্ট পান্ডা সুরক্ষায় নতুন দফার সহযোগিতার' ওপর কেন্দ্রীভূত ছিল।

মাদ্রিদের একটি চিড়িয়াখানার সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ওয়াশিংটন ও ভিয়েনার চিড়িয়াখানার সঙ্গে বেইজিংয়ের আলোচনা চলছে বলেও জানান তিনি।

চীন দীর্ঘদিন ধরে তার পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণের জন্য বিভিন্ন দেশে `পান্ডা কূটনীতি'র পথ বেছে নিয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর