১১ মার্চ, ২০২৪ ১৪:৫৪

অতি ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী পারে এমএইচ৩৭০ বিধ্বস্তের স্থান উন্মোচন করতে

অনলাইন ডেস্ক

মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান এমএইচ৩৭০ নিখোঁজের ঘটনাটি সাম্প্রতিক সময়ে বিমান চলাচলের সবচেয়ে বড় রহস্য হয়ে আছে। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন আরোহী নিয়ে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

ধারণা করা হয়, এটি ভারত মহাসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছে। কিন্তু ১০ বছর ধরে বহুজাতিক অনুসন্ধানে ৪৬ হাজার ৩০০ বর্গমাইল এলাকা স্ক্যান করা এবং ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করা সত্ত্বেও বিমানটি এখনো নিখোঁজ রয়েছে।

তবে এখন, ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীগুলি বিজ্ঞানীদের নজরে এসেছে। বিজ্ঞানীরা বিশ্বাস করে, তারা দুর্ঘটনার সঠিক স্থানটি প্রকাশ করতে পারে।

 মেট্রোর একটি প্রতিবেদন অনুসারে,  বার্নাকলস নামে পরিচিত এই প্রাণীগুলোকে এমএইচ৩৭০ বিমানের ধ্বংসাবশেষের প্রথম টুকরোর সঙ্গে আঁকড়ে থাকতে দেখা গেছে।

দুর্ঘটনার এক বছর পর আফ্রিকা উপকূলের রিইউনিয়ন দ্বীপে ভেসে আসা বিমানটির ডান পাখার একটি ফ্ল্যাপেরন ছিল স্টেনসিল দিয়ে লেখা। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর