১৩ মার্চ, ২০২৪ ১৫:১৭

দোকান থেকে চুরির দায়ে দোষী সাব্যস্ত নিউজিল্যান্ডের এমপি

অনলাইন ডেস্ক

দোকান থেকে চুরির দায়ে দোষী সাব্যস্ত নিউজিল্যান্ডের এমপি

গোলরিজ ঘাহরামান

দোকান থেকে চুরির বেশ কয়েকটি অভিযোগ ওঠে নিউজিল্যান্ডের পার্লামেন্ট সদস্য গোলরিজ ঘাহরামানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে কাপড়ের দুটি দোকান থেকে তিনবার চুরির ঘটনা। এর মধ্যে একটি দোকান ছিল অকল্যান্ডে, অন্যটি ওয়েলিংটনে।

অকল্যান্ডের একটি বুটিক থেকে ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে তিনি পদত্যাগ করেন। পুলিশ অভিযোগগুলো তদন্ত করছিল।

খবর অনুসারে, গোলরিজ ঘাহরামানের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মিলেছে। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তার বিরুদ্ধে চতুর্থ মাত্রার চুরির অভিযোগ আমলে নিয়েছে।

গোলরিজ ঘাহরামান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক আইনজীবী। ২০১৭ সালে নিউজিল্যান্ড সরকারে শপথ নেওয়া প্রথম শরণার্থী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। শৈশবেই গোলরিজ পরিবারের সঙ্গে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে চলে আসেন। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পান।

অভিযোগ ওঠার পর গোলরিজ বলেন, কাজের চাপ থেকে তিনি এটি করেছেন, যা তার চরিত্রের সম্পূর্ণ বাইরে। তিনি বলেন, ‘আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।’ সূত্র: এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর