২১ মার্চ, ২০২৪ ১৯:৩৭

মাইনাস ২২ ডিগ্রিতে প্রাণের পরোয়া না করেই প্রি ওয়েডিং শুট!

অনলাইন ডেস্ক

মাইনাস ২২ ডিগ্রিতে প্রাণের পরোয়া না করেই প্রি ওয়েডিং শুট!

বিয়ের আগে বিভিন্ন ঢঙে বর-কনের ফটোশুট এখন ‘ট্রেন্ডিং’। লাখ লাখ টাকা খরচ করে হবু বর-কনেরা পেশাদার ফোটোগ্রাফার দিয়ে প্রি ওয়েডিং ফোটোশুট করিয়ে থাকেন। কখনও বাড়ির আশপাশেই কোথাও, কখনও আবার শহরের বাইরে গিয়েও চলে ফটোশুট। কখনও পাহাড়, কখনও সমুদ্রতটে, কখনও আবার নৌকায় চড়ে তরুণ-তরুণীরা ছবি তোলেন। সমাজমাধ্যমে সে সব ছবি শেয়ার করে বিয়ের দিন ঘোষণা করেন হবু বর-কনেরা। 

সম্প্রতি প্রি ওয়েডিংয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে।

গুজটাতের বাসিন্দা আরিয়া ভুরা স্বপ্ন দেখেছিলেন তার প্রি ওয়েডিং হবে ঠিক সিনেমার মতো। তিনি প্রি ওয়েডিং শুট করার জন্য বেছে নিয়েছিলেন হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি। তবে সেই শুট করতে গিয়ে যে এত বিপত্তি হবে তা কল্পনাও করতে পারেননি আরিয়া। শুট করতে গিয়ে হাইপোথারমিয়ায় আক্রান্ত হলেন হবু কনে।

স্পিতির তাপমাত্রা তখন মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস। আরিয়ার পরনে ছিল কালো হাতকাটা গাউন। চার দিকের পাহাড় বরফের চাদরে ঢাকা। আর সেই ঠাণ্ডায় হবু বরের সঙ্গে কাটানো সুন্দর কিছু মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন আরিয়া। আর সেই ভিডিও শুট করতে গিয়ে প্রায় প্রাণ চলে যাচ্ছিল আরিয়ার। কীভাবে তিনি প্রিওয়েডিং ভিডিওটি শুট করেছেন তার একটি ভিডিও আরিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনারা কি কখনও এমনটা করার সাহস দেখাবেন? আমরা ঠাণ্ডায় প্রায় জমে যাচ্ছিলাম, তবুও আমাদের শুটটা শেষ করতেই হত। শুটের মাঝেই আমি হাইপোথারমিয়ায় আক্রান্ত হই। আমার সারাক্ষণ মনে হচ্ছিল কেউ যেনো আমার হাতে ক্রমাগত অ্যাসিড ঢেলে যাচ্ছিল। আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। আমি, আমার বর আর বন্ধুদের কাছে কৃতজ্ঞ যে ওরাও আমার সঙ্গে এত ঠাণ্ডা সহ্য করেছে। প্রায় ১ বছর ধরে সমস্ত পরিকল্পনা করেছিলাম, আর ঠিক যেমনটা ভেবেছিলাম ভিডিওটা তেমনটাই হয়েছে।’

আরিয়ার এই ভিডিও ছড়িয়ে পড়া মাত্র নানা করম কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। এক জন লিখেছেন, ‘‘২ সেকেন্ডের ভিডিওর জন্য প্রাণের ঝুঁকি নেওয়ার কোনও মানে হয় না।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর