১১ মে, ২০২৪ ২১:৫২

পাঁচ দিন পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হলো তাকে

অনলাইন ডেস্ক

পাঁচ দিন পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হলো তাকে

ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপ থেকে ১১৬ ঘণ্টা পর (প্রায় পাঁচ দিন) এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ওই ঘটনাটি সবাইকে অবাক করেছে। স্থানীয় শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এমন মিরাকলের (অলৌকিক) প্রত্যাশাতেই তারা প্রহর গুনছিলেন।

জর্জ শহরের একটি নির্মাণাধীন ভবন গত সোমবার ভেঙে পড়ে। এসময় সেখানে ৮১ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন।

উদ্ধারকারী দলের প্রধান কলিন ডেইনার বলেছেন, একটি স্ল্যাব তুললে আমরা কিছুর একটা শব্দ শুনতে পাই। এরপর আমরা ভারী উদ্ধার অভিযান চালাই।

পায়ের ওপর ভারী কিছু একটা পড়ে থাকায় আটকে পড়া ওই ব্যক্তি নড়তে পারছিলেন না। কয়েক ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর