১৩ মে, ২০২৪ ০৬:৩২

শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন

অনলাইন ডেস্ক

শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন

আবারও ভর করলো হতাশা। এবারও পাওয়া গেলো না কাঙ্ক্ষিত সাফল্য। শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা প্রথম ব্যক্তিও মারা গেছেন।

মার্কিন এই ব্যক্তির নাম রিচার্ড রিক স্লায়মান। দুই মাস আগে তার শরীরে জিনগতভাবে পরিবর্তন আনা শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল (এমজিএইচ)।

৬২ বছর বয়সী স্লায়মান কিডনি রোগের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ১৬ মার্চ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে তার শরীরে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার করা হয়। তবে ওই প্রতিস্থাপনের কারণে স্লায়মানের মৃত্যু হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ২০১৮ সালে স্লায়মানের শরীরে মানুষের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। পাঁচ বছর পর ওই কিডনি বিকল হয়ে যায়। 

এর আগেও জিনগতভাবে পরিবর্তন আনা শূকরের বিভিন্ন অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। তবে কোনোবারই সফলতার দেখা মেলেনি।

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর