১৩ মে, ২০২৪ ১৩:০৬

যুক্তরাষ্ট্রে আক্রমণাত্মক কুকুরের কামড়ে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে আক্রমণাত্মক কুকুরের কামড়ে নারীর মৃত্যু

মিসেস উইলিয়ামস

জর্জিয়ার কুইটম্যানে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। মা দিবসের মাত্র কয়েকদিন আগে একদল কুকুরের আক্রমণে এক মা মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি এবং তার তিন সন্তান ব্রুকস কাউন্টি মিডল স্কুলের পেছনে একটি বাস স্টপে অপেক্ষা করছিলেন।  এ সময় কয়েকটি কুকুর তাদের আক্রমণ করে।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন ৩৫ বছর বয়সী কোর্টনি উইলিয়ামসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, কাছের একটি উঠানে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। ডেপুটিরা যখন সেখানে পৌঁছায়, তখন তারা বেশ কয়েকটি আক্রমণাত্মক কুকুরের মুখোমুখি হয়।

মিসেস উইলিয়ামসের ননদ ক্রিস্টাল কক্স ফেসবুকে বেশ কয়েকটি গ্রাফিক চিত্র শেয়ার করেছেন। এতে দেখা গেছে, মৃতের এক ছেলের হাত, পা এবং মাথায় বেশ কয়েকটি ক্ষত রয়েছে।
হামলার মধ্যে, মিসেস উইলিয়ামসের অন্য ছেলে সাহসিকতার সাথে নিকটবর্তী ব্রুকস কাউন্টি মিডল স্কুলে ছুটে যায়। সেখানে তাকে এক ব্যক্তি সাহায্য করেন।

ঘটনায় জড়িত কুকুরগুলির জাত এখনও অজানা। তবে প্রতিবেশীরা স্থানীয় নিউজ স্টেশন ডব্লিউএলবিকে জানিয়েছে, তারা এর আগে এই অঞ্চলে অবাঞ্চিত প্রাণী নিয়ন্ত্রণের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জিবিআই বলেছে, এই ঘটনায় তদন্ত ‘সক্রিয় এবং চলমান’ রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর