২৯ মে, ২০২৪ ১০:৩৯

এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রাণ গেল পর্বতারোহীর

অনলাইন ডেস্ক

এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে প্রাণ গেল পর্বতারোহীর

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে এক পর্বতারোহী মারা গেছেন। ৪৬ বছর বয়সী ভারতীয় অভিযাত্রী বংশী লাল গত সোমবার নেপালের কাঠমান্ডুর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলতি মৌসুমে এ নিয়ে এভারেস্ট অভিযানে গিয়ে আটজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সম্প্রতি নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন ও তার গাইড নেপালি প্যাস্টেনজি শেরপাও রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তাদের মরদেহ এখনও না মিললেও ধারণা করা হচ্ছে তারা আর বেঁচে নেই।

খবর অনুসারে, বংশী লালকে গত সপ্তাহে এভারেস্ট থেকে আকাশপথে আনা হয় কাঠমান্ডুর হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। সোমবার তিনি মারা যান বলে ট্যুরিজম বিভাগের রাকেশ গুরুং এএফপিকে জানিয়েছেন।

সাধারণত এভারেস্টে অভিযানের সবচেয়ে ভালো সময় মার্চ থেকে মে মাস। আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়টাও আবহাওয়া খুব ভালো থাকে। বছরের এসময়ে তাই নামে পর্বতারোহীদের ঢল। কিন্তু এমন পরিস্থিতিতেও বিপদ সবসময় ঘাপটি মেরে বসে থাকে। যেকোনো সময় ঘটতে পারে অঘটন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর