শিরোনাম
১০ জুন, ২০২৪ ১২:৪৫

মসজিদ থেকে জুতা চুরির দায়ে প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত

অনলাইন ডেস্ক

মসজিদ থেকে জুতা চুরির দায়ে প্রবাসীকে ফেরত পাঠাচ্ছে কুয়েত

মসজিদ থেকে জুতা চুরির দায়ে কুয়েত এক প্রবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। জুতা চুরির দায়ে অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, অভিযুক্ত  প্রবাসী মিসরের নাগরিক। তিনি সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে জুতা চুরি করেন। তার বিরুদ্ধে একাধিক চুরি এবং বিশ্বাসভঙ্গের ঘটনাসহ অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার ঘটনা রয়েছে।

মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রকাশিত ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, মিসরের ওই লোকটি জুতা চুরি করছেন।

গালফ নিউজ বলছে, অপরাধের ঘোষণার অংশ হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিচারাধীন মামলার রেজোলিউশন অনুসরণ করে অভিযুক্তকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনায় ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছে বলেও জানিয়েছে গালফ নিউজ

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর