১৬ জুন, ২০২৪ ২১:০৭

এক ছাগলের দাম ৯ লাখ টাকা!

অনলাইন ডেস্ক

এক ছাগলের দাম ৯ লাখ টাকা!

৭ লাখ রুপিতে বিক্রি করা ছাগল

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহায় পশু কোরবানি একটি অত্যাবশ্যকীয় কাজ। দেশ-স্থান-সামর্থ অনুসারে মুসলমানরা  গরু, ছাগল, উট, দুম্বা কোরবানি করে থাকেন।

ভারতে আগামীকাল পবিত্র ঈদুল আজহা পালিত হবে। দেশটির মুসলমানরাও পশু কোরবানির জন্য পশু ক্রয় করেছেন। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক ছাগল ৭ লাখ রুপিতে বিক্রি হয়েছে। 

ছাগলটির বিক্রেতা সৈয়দ সাহাবা আলি জানান, তিনি মুম্বাই, পুনে, নাগপুর এবং গুজরাটে ছাগল বিক্রি করেছেন। তার বিক্রি করা ছাগলের দাম ৫০ হাজার থেকে ৭ লাখের মধ্যে।

এই ছাগল বিক্রেতা বলেন, ‘শান-ই ভোপালে একটি ছাগল ৪ লাখ এবং একটি ছাগল ৭ লাখ রুপিতে (বাংলাদেশি টাকায় ৯ লাখ ৮২ হাজার) বিক্রি করেছেন।  রাফতার নামে ৭ লাখ রুপিতে বিক্রি করা ছাগলটির ওজন ছিল ১৫৫ কেজি। এটি ভারতের অন্যতম বড় ছাগল বলে উল্লেখ করেন তিনি। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর