শিরোনাম
১৭ জুন, ২০২৪ ১৭:১৯

মরুভূমিতে ভ্রমণে গিয়ে আটকা পড়ল দম্পতি, হেলিকপ্টারে উদ্ধার

অনলাইন ডেস্ক

মরুভূমিতে ভ্রমণে গিয়ে আটকা পড়ল দম্পতি, হেলিকপ্টারে উদ্ধার

মরুভূমিতে ভ্রমণে (হাইকিং) যান এক দম্পতি। মরুভূমির তপ্ত বালুর মধ্যে হাঁটাহাঁটির একপর্যায়ে তারা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন। তাদের কাছে থাকা পানিও ফুরিয়ে যায়। এই অবস্থায় তারা জাতীয় জরুরি পরিষেবা নম্বরে কল দেন। এরপর তাদেরকে একটি মেডিকেল হেলিকপ্টারে সেখান থেকে উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রে এই ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, এক দম্পতি ক্যালিফোর্নিয়া মরুভূমির মাঝখানে আটকা পড়েন। মরুভূমির পাশে নদীর ধারের একটি শেরিফ অফিস (নিরাপত্তা অফিস) তাদেরকে হেলিকপ্টারে উদ্ধার করেন।

আটকা পড়া দম্পতির একটি ছবি প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, পুরুষ নার সঙ্গিনীকে বুকের নিচে চেপে ধরে আছেন। সেখানে প্রচণ্ড রোদ ছিল (তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস)। ওই নারী ডিহাইড্রেশনে ভুগছিলেন।

রিভারসাইড কাউন্টির শেরিফ অফিস এক বিবৃতিতে বলেছে, আটকা পড়া পুরুষ ব্যক্তি জরুরি পরিষেবা ৯১১ ফোন দিয়ে বলেন, তার বান্ধবী (গার্লফ্রেন্ড) দুর্বল হয়ে পড়েছে এবং পানি শূন্যতায় ভুগছে। এরপর কর্তৃপক্ষ তাদের উদ্ধারে হেলিকপ্টার পাঠায়।  সূত্র: এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর