শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৯:২২

বিহারের ‘স্বর্ণমানব’: পরেন পাঁচ কেজির স্বর্ণালঙ্কার, বাইকও স্বর্ণমোড়া!

অনলাইন ডেস্ক

বিহারের ‘স্বর্ণমানব’: পরেন পাঁচ কেজির স্বর্ণালঙ্কার, বাইকও স্বর্ণমোড়া!

প্রেম সিং। তিনি তার পোশাক-আশাক আর গহনার কারণে ভারতজুড়ে বেশ খ্যাতি পেয়েছেন। সোনালি বর্ণের এক ধাতু প্রেম তাকে বেশ পরিচিত করে তুলেছে চারপাশে।

মানুষ বলে শখের তোলা আশি টাকা। তবে প্রেম সিংয়ের শখ আরও অনেক দামি। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, বিহারের স্বর্ণমানব তকমা পাওয়া প্রেম সিং পরেন পাঁচ কেজি ওজনের নানা স্বর্ন-গহনা। 

সেখানেই প্রেমের স্বর্ণকাণ্ডের শেষ নয়। এই প্রেম নিজের স্বর্ণ প্রেম জাহির করেছেন প্রিয় বাইকেও। তার মোটরসাইকেলে আছে স্বর্ণের নানা যন্ত্রাংশ।

প্রেম সিংয়ের ভক্তকূলও কম। তার স্বর্ণ আচ্ছাদিত শরীর আর স্বর্ণে মোড়ানো বাইক দেখতে রীতিমতো ভিড় জমে যায়।

সূত্র: এএনআই

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর