১৬ জুলাই, ২০২৪ ১৮:১০

বাড়ছে আক্রমণ, ৪৮১ ভালুক হত্যা করবে রোমানিয়া

অনলাইন ডেস্ক

বাড়ছে আক্রমণ,  ৪৮১ ভালুক হত্যা করবে রোমানিয়া

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৪৮১টি ভালুক হত্যার অনুমতি দিয়েছে রোমানিয়ার পার্লামেন্ট। ভালুকের আক্রমণে এক পর্বতারোহী নির্মম মৃত্যুর ঘটনার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়। 

সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব ইউরোপের এই দেশটির বিভিন্ন জঙ্গলে ৮ হাজারের বেশি বাদামি ভালুক রয়েছে। চলতি বছরের শুরুর দিকে রোমানিয়ার পরিবেশ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাদামি ভালুকের আক্রমণে গত ২০ বছরে অন্তত ২৬ জন মানুষ নিহত এবং ২৭৪ জন আহত হয়েছেন।

সম্প্রতি দেশটির কার্পেথিয়ান পর্বতমালায় পর্বতারোহণ করতে গিয়ে ভালুকের হামলায় প্রাণ হারান ১৯ বছর বয়সী এক পর্বতারোহী। তার মৃত্যুর পর ভালুক নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় রাজধানী বুখারেস্টে।

চলমান এই আন্দোলনের মধ্যেই ৪৮১টি ভালুক হত্যার প্রস্তাব পাসের পক্ষে রায় দেন রোমানিয়ার আইনপ্রণেতারা। 


বিডি প্রতিদিন/এনইএচ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর