১৬ আগস্ট, ২০২৪ ১৮:৪৬

সাপের কারণে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎহীন ১১,৭০০ গ্রাহক!

অনলাইন ডেস্ক

সাপের কারণে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎহীন ১১,৭০০ গ্রাহক!

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ এলাকায় উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে একটি সাপের কারণে প্রায় ১১,৭০০ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। গত শনিবার রাতে এই ঘটনা ঘটে।  

সাপটি বিদ্যুতের তারের পথে ঢুকে ট্রান্সফরমারের সংস্পর্শে আসার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ডমিনিয়ন এনার্জির কর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেও নিউপোর্ট নিউজের মধ্যাঞ্চল, কিলন ক্রিকের একাংশ, এবং ক্রিস্টোফার নিউপোর্ট ইউনিভার্সিটির আশেপাশের এলাকাগুলো প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকে।  

স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর, রাত সাড়ে ১০টার দিকে সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়।  

যে সাপটি এই ঘটনা ঘটিয়েছে, তা কোন জাতের ছিল তা জানা যায়নি। তবে একই ধরনের ঘটনা এ বছরের মে মাসে নাশভিলেও ঘটেছিল, যেখানে চারটি সাপ বিদ্যুৎ বিভ্রাটের কারণ হয়েছিল। সেবার সাপগুলো ফ্রাঙ্কলিনের হেনপেক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি ও তারের সংস্পর্শে আসার কারণে মাসজুড়ে কয়েকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর