২০ আগস্ট, ২০২৪ ২০:২৩

সিসিলির উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবি নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক

সিসিলির উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবি নিয়ে যা জানা গেল

সিসিলির উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবির ঘটনায় একজন নিহত এবং ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার সকালে ৫ টার দিকে (গ্রিনিচ মান সময় ০৩:০০) ইয়টটি ঘূর্ণিঝড়ের আঘাতে ডুবে যায় বলে ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ঘূর্ণিঝড়টি ‘ওয়াটারস্পাউট’ বা জল টর্নেডোর কারণে সৃষ্টি হয়েছিল।  

প্রতিবেদন অনুযায়ী, বিলাসবহুল এই ইয়ট ভ্রমণের আয়োজন করা হয়েছিল ব্রিটিশ প্রযুক্তি টাইকুন মাইক লিঞ্চের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জালিয়াতি মামলায় খালাস পাওয়ার উদযাপন উপলক্ষে। মাইক লিঞ্চের স্ত্রীসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তারা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

তবে ইয়টের রাঁধুনির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এবং নিখোঁজদের উদ্ধারে ইতালীয় উদ্ধারকারী দল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  

ইয়টটির মালিক ছিলেন লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা বাক্যারেস এবং এটি আগে ‘স্যালুট’ নামে পরিচিত ছিল। পরে ইয়টের নাম পরিবর্তন করে ‘বেইসিয়ান’ রাখা হয়, যা লিঞ্চের পিএইচডি থিসিস এবং তার সফটওয়্যার কোম্পানির সাথে সম্পর্কিত।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর