৮ অক্টোবর, ২০২৪ ১৭:২৩

খরার কারণে দুর্ভিক্ষ, হাতি-জলহস্তী মেরে খাদ্যসঙ্কট মেটাতে চায় নামিবিয়া

অনলাইন ডেস্ক

খরার কারণে দুর্ভিক্ষ, হাতি-জলহস্তী মেরে খাদ্যসঙ্কট মেটাতে চায় নামিবিয়া

দীর্ঘ অনাবৃষ্টির কারণে খরার মুখে পড়েছে আফ্রিকার দক্ষিণ অঞ্চলের দেশ নামিবিয়া। পানির অভাবে চাষাবাদ না হওয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্যসঙ্কট। এই পরিস্থিতিতে বন্যপ্রাণী মেরে খাদ্যসঙ্কট মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

নামিবিয়া সরকারের বন ও পরিবেশ দফতরের একটি প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে, অনাহারক্লিষ্ট, ক্ষুধার্ত মানুষের জন্য প্রোটিন খাদ্যের ব্যবস্থা করতে হাতি, জলহস্তী, বুনো মহিষ, জেব্রা ও বিভিন্ন প্রজাতির অ্যান্টিলোপসহ ৭২৩টি বন্যপ্রাণী শিকার করা হবে। এ জন্য পেশাদার শিকারি এবং গাইডদের নিয়োগ করেছে সরকার।

আমেরিকার সংবাদপত্র ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানাচ্ছে, মাংসের জন্য ৩০টি জলহস্তী, ৬০টি মহিষ (কেপ বাফেলো), ৫০টি ইম্পালা, ১০০টি ব্লু ওয়াইল্ডবিস্ট, ৩০০টি জেব্রা, ৮৩টি হাতি এবং ১০০টি ইল্যান্ড মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই শিকারপর্ব শুরু হয়ে গেছে। 

প্রসঙ্গত, নামিবিয়ার খরা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানকার শিশুদের অধিকাংশই ‘চরম অপুষ্টির শিকার’ বলে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে জানানো হয়েছে। চলতি এক দশকে এই নিয়ে তৃতীয় বার খরা পরিস্থিতির মুখোমুখি হল নামিবিয়া।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর