ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে এক মা তার ১৪ বছরের কন্যার গোসলের দৃশ্য গোপনে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। নিজের পরকীয়ার ঘটনা থেকে আত্মীয়-স্বজনদের মনোযোগ সরাতে ওই নারী এমন কাজ করেছেন। ঘটনা জানার পর মেয়েটি নিজেই থানায় গিয়ে অভিযোগ করেন।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, মেয়ের গোসল ও পোশাক বদলের সময় গোপনে সেই ভিডিও ধারণ করেন মা। এরপর তা আত্মীয়স্বজন ও বন্ধুদের পাঠান, এমনকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। তদন্তে দেখা গেছে, ভিডিওগুলো মায়ের মোবাইল থেকেই ছড়িয়েছে।
জানুয়ারি মাসে মেয়েটির খালা তাকে একটি ভিডিও পাঠিয়ে সতর্ক করেন। তখনই পুরো ঘটনা সামনে আসে। জানা যায়, মেয়ে তার মায়ের পরকীয়া সম্পর্ক বাড়িওয়ালার কাছে ফাঁস করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মা এমন কুরুচিপূর্ণ ও অমানবিক কাজ করেন।
বিবওয়াদি থানার সিনিয়র ইনস্পেক্টর শংকর সালুঙ্কে জানান, মা এই কাজ করেন মেয়েকে চুপ করানোর উদ্দেশ্যে। সেই সঙ্গে পরিবারের নজর অন্যদিকে ঘোরানোরও চেষ্টা ছিল। জানা গেছে, ওই নারীর প্রেমিকও ভিডিও ছড়াতে সহায়তা করেন। তাকেও গ্রেফতার করা হয়েছে।
মামলার খবর জানার পর মা ও তার প্রেমিক শহর ছেড়ে পালিয়ে যান। পুলিশ কয়েক মাস অনুসন্ধান চালিয়ে জানতে পারে, তারা খাড়াকওয়াসলার একটি ছোট হোটেলে অবস্থান করছেন। সেখান থেকেই রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, পুরো তথ্য বিশ্লেষণে গ্রেফতারকৃত নারীর মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল