রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

একদা যৌবন

কেজি মোস্তফা

একদা যৌবন
অস্ফুট কথার বিনুনিতে গাঁথা বহুমুখী কাব্যস্রোতে কথা আছে বার্তা নেই এমন বিজনে বসন্ত বিষয়ে চাঁপা ও বকুলে কুহু। আসঙ্গ আড়ালে স্বপ্ন ও মেঘে ফোটে যদি প্রণয়ের ফুল উষ্ণতার ওমে স্বেচ্ছায় শিকার হতে চায় লক্ষ্যহীন এক চিতল হরিণ থরো থরো মোহে বুকে তার ছিলছিলে নদী গোপন সাঁতার শব্দে ঢেউ উঠানামা করে পলকে পলকে নিমেষে হুঁশ-বেহুঁশ হয়ে আদিম পাপের উপাখ্যানে অন্ধকার আমোদিত হয় প্রতারক নক্ষত্র-আলোয়।

সর্বশেষ খবর