রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

স্রোতস্বিনীর নিজের কথা

বেলাল চৌধুরী

স্রোতস্বিনীর নিজের কথা
একদিন হঠাৎই এক বনের ভেতর ঢুকে পড়েছিলুম আমি একলা, আপন মনে, প্রবল অনিচ্ছায় যেমন একজন পাটওয়ারি হাজার পাতার দীর্ঘ-হৃদয় বইটি না পড়েই আনমনে শুধু উল্টে যায় পাতার পর পাতা অথচ বাদশাহী কুড়েমির দরুন শুধু আলতো রেখে দেয়ার মতো ব্যক্তিগত উদ্যমটুকুও নিতে অপরাগ। বনটির অখণ্ড নীরবতার অনেক পেছনে ছেড়ে এসেছি জনবসতি, খেত-খামার জনকণ্ঠকাকলি এসে পৌঁছায় না আর এখানে এতদূর অবধি জনতার চেয়ে অবশ্য আজ আমাদের বধিরতাই অধিক,_ বন তো সুদূরের আড়ালে অন্ধকারাচ্ছন্ন মাল্যবান পাহাড়ের মতো তার চেয়েও অধিক নয় কি আমাদের অনধিগম্যতা? স্তূপীকৃত হচ্ছে ক্রমশ জ্বালানি কাঠের চালান, আদ্র, শীতল, চমৎকার এক আঁধার এবার লাফিয়ে পড়ছে বনের ঘাড়ের ওপর কিন্তু এদিকে আমার যাওয়ার সময় হয়ে এসেছে, যে করেই হোক আমাকে বেরিয়ে পড়তে হবে এক্ষুনি যে ক'টি প্রস্থান পথ খুঁজে পাই, তার সবকটি পথেই প্রচেষ্টা নিতে হবে যে আমার।

সর্বশেষ খবর