রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

কয়লা

মারুফ রায়হান

পোড়াকয়লার ভাস্কর্য চমকে দিল পোড়ামন কদাকার, দর্শনঅযোগ্য ওই অবয়ব তবু অতিমানবিক সেটি মহাশয়তান রচেছে, ভাস্কর কভু নয়! করেছে জীবন্ত দাহ_ নুড়ি বা পিঁপড়ে সে তো নয় আমাদেরই মতো মানবসন্তান! মাটিও উঠেছে কেঁপে কেঁপে সে-অঙ্গার বুকে নিয়ে! মাটির গভীরে থরে থরে সৃষ্ট যে-কয়লা তা দাহ্য দারুণ! আর মাটি চাপা করুণ অঙ্গার স্বয়ং দহন জানে, অথবা তা সুপ্ত আগুনেরই উৎস বিমূর্ত উত্তাপে তার সুনিশ্চিত একদিন পুড়ে খাক হবে নির্মম নৃশংস সে-সব মানুষ, যারা আসলে দানব_ অর্থলোভী পাপী অদ্ভুত অসুর!

সর্বশেষ খবর