রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

হেমন্তের হানারাত

আবু বকর সিদ্দিক

হেমন্তের হানারাত
বহুদিন পর এই হেমন্তরাতে কেন ফিরে এলি? তোকে আমি আধখানা গড়েছিলাম মাত্র কাদামাটি আর দুইরতি মৃতসঞ্জীবনী দিয়ে। বাকি আধখানা তুই কবন্ধ হয়ে ঘুরে ফিরছিলি কোন্ পাহাড়ে পর্বতে এতটা বছর? আজ তুই এই বিরাতে কুলায়পিঞ্জরে এসে কেন হানা দিলি? শিল্পকর্মের মাত্রাজ্ঞান শর্তটর্ত কবে ভুলে বসে আছি! কেন তুই ফিরে এলি মনভাঙানিয়া? শম্বর-চমরীগাই ডেকে ফেরে বনে মরানদী দুইবেলা টাল খায় বাঁকের মুখে। তোকে কেন নিশুতি রাতে ছেড়ে দিয়ে এলাম? ঝামরে উঠছিল বুকের পাখিটি। আজ এতকাল পরে ফিরে এসে কী খুঁজে ফিরিস তুই? বাকি আধখানা ম্যুরাল সেই? ও আর সাঙ্গ হবার নয় পুরোপুরি। শিল্পের এথিক্স্!_ কে মানে আকালের দিনে? নুন ভিক্ষে? পাবিনে তাও, উপোসমাঙন শুধু সার। ফিরে যাবি? তাই যা যদি পারিস। ক্ষমা করে দিয়ে যা অথবা শাপশাপান্ত...

সর্বশেষ খবর