রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

বাংলাদেশ

মাশুক চৌধুরী

তোমার সৃষ্টির দৃষ্টি নিপতিত হইল উদ্যানে উদ্যান ভরিয়া গেল পুষ্পিত কবিতা কুসুমে তোমার দৃষ্টিপাতে ফুটিল প্রভাতের আলো বৃক্ষরাজি ছেয়ে গেল সবুজ প্রলেপে মায়ের মাটির বুক চিরে বহিল জলের রেখা নদীতে বহিল জীবনের হিল্লোল সমুদ্র সরব হইল পাহাড়ের শৃঙ্গে জমিল ঝর্ণার বুক ভরা সাদা বরফের দুধ গর্ববতী হইল কাজল মেঘের রানী ঝরিল বৃষ্টির সুধা বারিধারা মরুভূমির মতন খরায় পীড়িতা মায়ের বালুর শরীর ভেদ করে জন্ম নিলো মরূদ্যান এইতো আমার জননীর মতো জন্মভূমির ছবি-তোমাকে প্রণাম। তুমি একবার শুধু একবার তোমার স্বাধীন সার্বভৌম সন্তানের এক টুকরো সবুজ হৃদয়ের দিকে তাকাও। তোমার দৃষ্টিপাতের সাথে সাথে ঘোষিত হলো যুদ্ধ-মুক্তিযুদ্ধ রক্তপাতে লাল হলো মাতৃভূমির কালো মাটি। এভাবেই মাটির ওপর স্বর্গের মতো একটি দেশ নেমে এলো-বাংলাদেশ।

সর্বশেষ খবর