শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাইম ম্যাগাজিন লিখল ‘রক্তরঞ্জিত বাংলাদেশের জন্ম’

রকমারি ডেস্ক

টাইম ম্যাগাজিন লিখল ‘রক্তরঞ্জিত বাংলাদেশের জন্ম’

২০ ডিসেম্বর ১৯৭১ সাল। বিখ্যাত টাইম ম্যাগাজিনের কভারে জায়গা পেলেন এক মুক্তিযোদ্ধা। হাতে যুদ্ধাস্ত্র, মুখে বিজয়ের স্লোগান। বাংলাদেশ নামের এক নতুন দেশের জন্মের কথা বিশ্ববাসীকে জানায় টাইম ম্যাগাজিন। সে দিনের মূল রচনায় তারা শুরু করল এভাবে, ‘জয়বাংলা! জয় বাংলা!

বিস্তীর্ণ গঙ্গা, ব্রহ্মপুত্রের তীর থেকে, রত্নতুল্য ধান খেতের বুক থেকে, সোনারাঙা পাহাড় আর অসংখ্য গ্রামের পর গ্রাম থেকে, আনন্দ অশ্রু থেকে উচ্চারিত হচ্ছে, বাংলার জয়! বাংলার জয়!

সর্বশেষ খবর