শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিশ্ব গণমাধ্যমে বিজয়ের খবর

রকমারি ডেস্ক

♦ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট তাদের ১৬ ডিসেম্বরের ডেটলাইনে প্রকাশিত লি লেসকেজের লেখা এরকম একটি রিপোর্টের শিরোনাম ছিল ‘পূর্বাঞ্চলের যুদ্ধ শেষ : উল্লাস আর পুষ্প সংবর্ধনার মধ্য দিয়ে ভারতীয় বাহিনীর ঢাকায় প্রবেশ।’

♦ ‘লন্ডন টাইমস’ ১৬ ডিসেম্বর ডেটলাইনে লেখে, ‘পাকিস্তানি জেনারেল উদগত কান্না চাপছিলেন’ শিরোনামে সাংবাদিক পিটার ও লাওলিন লিখেন, ‘পশ্চাৎ থেকে গুলির আওয়াজ ভেসে আসছিল।

অস্তগামী সূর্যের আলোয় ঢাকা রেসকোর্স ময়দানে পাতা টেবিল ঘিরে দাঁড়িয়েছিল এক দঙ্গল মানুষ। লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজি আত্মসমর্পণের দলিলে সই করছিলেন। শত শত বাঙালি জয়বাংলা ধ্বনিতে ফেটে পড়ে।’

♦ একাত্তরের ১৭ ডিসেম্বর নিউইয়র্ক টাইমসে ঢাকায় আত্মসমর্পণের ওপর রিপোর্ট ছিল দুটি।

♦ লন্ডনের ‘ডেইলি মেইল’ পত্রিকাতেই প্রায় একই রকম একটি প্রতিবেদন ১৬ ডিসেম্বর ঢাকার ডেটলাইনে ছাপা হয়। প্রতিবেদনটি করেন সাংবাদিক ডেনিস নিল্ড।

সর্বশেষ খবর